![বাংলাদেশ-ভারত কন্টেইনারবাহী ট্রেনের পণ্য খালাস শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/product_abnews_133896.jpg)
সিরাজগঞ্জ, ০৫ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশ-ভারত কন্টেইনারবাহী ট্রেন থেকে প্রথমবারের মত পণ্য খালাস শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এ পণ্য খালাস শুরু হয়।
কলকাতার রপ্তানিকারক প্রতিষ্ঠান কলকাতার শ্রীনিবাস প্রাইভেট ফার্মস লিমিটেডের পারসেজ ম্যানেজার সাঁই রাম প্রসাদের কাছ থেকে ৩০ কন্টেইনার কাঁচা সয়াবিন বুঝে নেন পাবনা জেলার ঈশ্বরদীর আমদানিকারক প্রতিষ্ঠান আর আর পি এগ্রো. ফার্মের বানিজ্যিক ব্যবস্থাপক মো. ফারুক আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়া জাহান, রেলওয়ের সহকারী পরিচালক (ইন্টারচেঞ্জ) কালিকান্ত দাস, বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা (পাকশী) আনোয়ার হোসেন ও বিভাগী বানিজ্যিক কর্মকর্তা (ঢাকা) শফিকুর রহমান প্রমুখ।
বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া মো. জাহান এ তথ্য নিশ্চিত করে বলেন, সরাসরি কন্টেইনারবাহী ট্রেন এবারই প্রথম বাংলাদেশে এলো। এর আগে ২০০৮ সালে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। প্রথমবারের মত রেলপথে কন্টেইনারের মাধ্যমে প্রায় সাড়ে ১১শ মে.টন কাঁচা সয়াবিন আমদানি করতে পেরেছি। খুব সহজে আমদানি করায় উভয় প্রতিষ্ঠানই লাভবান হয়েছে। সরাসরি কন্টেইনারে পণ্য নিয়ে এলে সময় ও খরচ দুটোই কম লাগে। এতে দুই দেশের ব্যবসায়ীদেরই সুবিধা হয়।
এর আগে গত মঙ্গলবার (৩ এপ্রিল) কলকাতার মাঝের হাট ষ্টেশন থেকে পরীক্ষামুলক এ ট্রেনটির যাত্রা শুরু হয়ে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় পৌছে এ পণ্যবাহী কন্টেইনার ট্রেনটি।
এবিএন/এস.এম. তফিজ উদ্দিন/জসিম/এমসি