সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
এইচএসসি পরীক্ষায় নকল সহায়তা

সিরাজগঞ্জে দুই শিক্ষককে বহিস্কার

সিরাজগঞ্জে দুই শিক্ষককে বহিস্কার

সিরাজগঞ্জ, ০৫ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নকল সহায়তার অভিযোগে আবুল কালাম আজাদ ও নাজনিন পারভীন নামের দুই শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি টেকনিক্যাল এন্ড বিএম কলেজে পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

বহিস্কারপ্রাপ্ত শিক্ষকেরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক ও কেন্দ্র পরিদর্শক আবুল কালাম আজাদ ও বাগবাটি গার্লস মডেল ইন্সটিটিউটের প্রভাষক নাজনিন পারভীন।

সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ওই শিক্ষকেরা শিক্ষার্থীদের নকলে সহায়তায় ও মোবাইল ফোন ব্যবহার করায় চলতি বছরের পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে বহিস্কারের নির্দেশ দেয়া হয়।

এ নির্দেশের প্রেক্ষিতে বাগবাটি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. এশারত আলী তাদের বহিস্কার করেন।

এবিএন/এস.এম. তফিজ উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত