শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফুলছড়িতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

ফুলছড়িতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

গাইবান্ধা (রংপুর), ০৫ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার ফুলছড়িতে ৫ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। ফুলছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো.ফজলে রাব্বি মিয়া।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.কা.মো. রুহুল আমিন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের আবদুল গফুর মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কামারুজ্জামান মিয়া, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

একই সাথে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আউশ প্রণোদনার কৃষি উপকরণ বিতরণেরও উদ্বোধন করেন অনুষ্ঠানে। এ কর্মসূচীর আওতায় ফুলছড়ি উপজেলার ১৫০ জন চাষীর প্রত্যেককে ৪০ কেজি সার, ৫ কেজি বীজ ও আন্তপরিচর্যার জন্য নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।

অপরদিকে, ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৬৫ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে ৪ তলা ভিত্তি বিশিষ্ট একতলা নব-নির্মিত বিদ্যালয় ভবনটির উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, ফুলছড়ি উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সাবিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এমদাদুল হক মোল্লা, ঠিকাদার রাশেদ খান মেনন, প্রধান শিক্ষক সুলতানা পারভিন, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হোসেন ফুলমিয়া প্রমুখ।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত