![মাদক-জুয়া ও সন্ত্রাস নির্মুলে পুলিশের পাশাপাশি সকলকে একসাথে কাজ করতে হবে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/palashbari-abnews_24_133901.jpg)
গাইবান্ধা (রংপুর), ০৫ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার পলাশবাড়ীতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে অংশগ্রহণকারী ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান বলেন, মাদক-জুয়া ও সন্ত্রাস নির্মুলে পুলিশের পাশাপাশি সকলকে এক সাথে কাজ করতে হবে।
সমাজ থেকে অপরাধ নির্মুল করা পুলিশের একার দ্বারা সম্ভব নয়। সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আজ বৃহস্পতিবার পলাশবাড়ী এস.এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ন্যাশনাল সার্ভিস কর্মসসূচীর প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান-এর দিক-নির্দেশনা মোতাবেক গোটা জেলায় মাদক-জুয়া সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জিরোটলারেন্স ঘোষনা করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম আল বেরুনী, যুব সহকারী কর্মকর্তা ফজলুল করিম, হামিদুল ইসলাম, এনামুল হক স্বপন ও অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর আলমলীর হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এনকে