![কয়রায় জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটি গঠন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/koyra-khulna@abnews_133905.jpg)
কয়রা (খুলনা), ০৫ এপ্রিল, এবিনিউজ : কয়রা উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আজ সকাল ১১টায় স্থানীয় প্রগতি শিশু শিক্ষা নিকেতনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব সংহতির সহ-সভাপতি এসএম লুৎফর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা শাখা সভাপতি ডা. মো. আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও জেলা সম্পাদক এরশাদুজ্জামান ডলার, জাতীয় পার্টীর কেন্দ্রীয় সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা জাপার সদস্য সচিব আ. ছালাম, যুগ্ম আহবায়ক শেখ আয়জুদ্দিন। বক্তব্য দেন উপজেলা যুব সংহতির নেতা মাসুম বিল্লাহ রুবেল, সরদার আব্দুল মান্নান, হাসিবুর রহমান পলাশ, গাজী ইমদাদুল হক, শাহিনুজ্জামান সানা প্রমুখ।
সভায় সর্বসম্মতিত্রমে সরদার আব্দুল মান্নানকে উপজেলা যুব সংহির আহবায়ক ঘোষনা করে আগামী ২ মাস মেয়াদি ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম আহবায়কবৃন্দরা হলেন এসএম লুৎফর রহমান, এসএম শাহিনুজ্জামান, মাসুম বিল্লাহ রুবেল, হাসিবুর রহমান, হাফিজুর রহমান, ইসরাফিল হোসেন, হাফিজুল ইসলাম ও হারুন শিকদার।
এবিএন/সালাউদ্দিন শাহিন/জসিম/এনকে