বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

জেএমবি সদস্য বেরোবি ছাত্রীর রিমান্ড শুনানি ১০ এপ্রিল

জেএমবি সদস্য বেরোবি ছাত্রীর রিমান্ড শুনানি ১০ এপ্রিল

লালমনিরহাট, ০৬ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাটে আটক জেএমবি’র নারী সদস্য সাদিয়া আফরোজ নিনার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গেয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সিদ্দিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার আটক ওই জেএমবি সদস্যের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত অবেদনটি আমলে নিয়ে আগামী ১০ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

হাতীবান্ধা থানার ওসি উমর ফারুক জানান, জেএমবি’র নারী সদস্য সাদিয়া আফরোজ নিনাকে আটকের পর হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে একটি মামলা করেন। দেশ জুড়ে নাশকতার অভিযোগ এনে ওই জেএমবি’র নারী সদস্যকে গত বুধবার রাতে হাতীবান্ধা উপজেলার দক্ষিন ধুবনী গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ)’র নিকট হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ অবনী শংকর কর জানান, আটক জেএমবি সদস্য সাদিয়া আফরোজ নিনার ৫ দিনের বিমান্ড চেয়ে লালমনিরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করা হয়েছে। পুরো বিষয়টি অধিকরত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার রাতে গোপন বৈঠক চলাকালীন সময়ে সাদিয়া আফরোজ নিনা (২৪) নামে জেএমবির আন্তর্জাতিক নারী নেটওয়ার্কের ওই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদিয়া আফরোজ নিনা জেএমবি’র আন্তর্জাতিক নেটওয়ার্কের নেতা মোহাম্মদ আনাস, মেহেদি হাসান, এআরএম ওরফে সোহেল রানার সাথে নিয়মিত যোগাযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে। সাদিয়া আফরোজ নিনা ওই এলাকার নুরুল হকের মেয়ে ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষে পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে।

অভিযানে গ্রেফতারকৃত জেএমবি সদস্য’র কাছ থেকে তার মোবাইলে “টেলিগ্রাম, আরবোড, আরফক্স” নামক নিষিদ্ধ কিছু এ্যাপস পাওয়া যায়। ওই এ্যাপস গুলোতে বিভিন্ন যুদ্ধের মুসলিম যোদ্ধাদের যখমি ছবি, জঙ্গি নেতাদের ছবি এবং জঙ্গি অস্ত্র প্রশিক্ষনের একাধিক ভিডিও পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে ইবনে আজব হামবুনি সালামদের ইনমি শ্রেষ্টত অনুবাদ সংক্রান্ত আব্দুল্লা আল মাসুদের লেখা একটি জেহাদী বই পাওয়া যায়।

এবিএন/ আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত