![খাস ও ফসলি জমির মাটি কেটে ভাটায় বিক্রি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/06/scaletor_abnews_133944.jpg)
গাজীপুর, ০৬ এপ্রিল, এবিনিউজ : গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিরা এসব মাটি কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের বাইমাইল এলাকায় ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি ও রাস্তার পাশের জায়গা থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন প্রভাবশালী ব্যক্তিরা। ওই সব জমির মাটি কেটে ৩০ থেকে ৪০ ফুট গভীর গর্ত করা হচ্ছে। এতে ঝুঁকির মধ্যে পড়ছে আশপাশের এলাকা। ভেঙে যাচ্ছে সরকারি রাস্তা। প্রভাবশালী ব্যক্তিরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এভাবে মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
এ ব্যাপারে এলাকাবাসীর কোনো অভিযোগ আমলে নিচ্ছে না স্থানীয় প্রশাসন। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার মোঃ শিপন হোসেন, আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এতে কেউ বাধা দিলে মামলা-মোকদ্দমায় জড়ানোর ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রতিদিন একটি ভেকু মেশিন দিয়ে ৮০ থেকে ১০০ ট্রাক মাটি কেটে বিক্রি করে থাকেন মাটি ব্যবসায়ীরা।
বাইমাইল এলাকার সুরুজ মিয়া বলেন, কৃষিজমির মাটি কেটে ফেলায় এই এলাকাটিতে ফসলের আবাদ একদম নেই বললেই চলে। এমতাবস্থায় স্থানীয় প্রশাসনের সহযোগিতা ছাড়া এসব কৃষিজমি রক্ষা করা কোনোভাবে সম্ভব না।
এবিএন/সাব্বির/জসিম/এমসি