রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

গোবিন্দগঞ্জে পুলিশের পৃথক অভিযান গ্রেফতার ১৮

গোবিন্দগঞ্জে পুলিশের পৃথক অভিযান গ্রেফতার ১৮

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ০৬ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান মিয়ার ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশে মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা ঘোষণার প্রতয়ে গোবিন্দগঞ্জের থানা পুলিশ গত দুই দিনে পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ১২ জনকে গ্রেফতার করেছে।

গত বুধবার গোপন সংবাদের গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্স মজিবুর রহমানের (পিপিএম) নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। দুই দিনে ফেন্সিডিল, গাঁজা ও ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছেন।

আটককৃতরা হলো- ১০ বোতল ফেন্সিডিলসহ জাহাগীর আলম (৪৫), ১ কেজি গাঁজাসহ জামিরুল (২৬), ফিরোজ মিয়া (২৬) ২০০ গ্রাম গাঁজাসহ।

এছাড়া গত বুধবার গভীর রাতে মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসার চত্বর ১০/১২ জনের এক দল জুয়ারু তাস (কাইট) খেলার সময় উপজেলার শ্রীবতীপুর গ্রামের এরশাদ (৩৮), রানু মিয়া (৩২),আমিরুল (৪০) বামন হাজরা গ্রামের সোহরাব (৩৬), অলিপুর গ্রামের আ. ওয়াদুদ (৪০) জীবনপুর গ্রামের শাহিন (৩৫), সাজু মিয়া (৪০) ও লাজু মিয়া (৩৫)কে জুয়ার আসর থেকে গ্রেফতার করেছে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে রামনাথপুর গ্রাম থেকে সরঞ্জামাদিসহ প্রতারক চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- রাহেনুর (২১), আমিনুল ইসলাম (২০), সুমন (১৯), রবিউল (১৭), সাগর মন্ডল (১৭) ও লাভিস মিয়া (১৫) কে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছেন।

এ ব্যাপারে অফিসার ইনচার্স মজিবুর রহমানেরর সাথে যোগা যোগ করা হলে তিনি জানান, আটক জুয়ারুদেরকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার কৃতদের মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত