![দুর্গাপুর-ভারত সীমান্তে হাতির বাচ্চা প্রসব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/06/durgapur-hati_133947.jpg)
দুর্গাপুর(নেত্রকোনা) , ০৬ এপ্রিল, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুর বিজয়পুরে ভারত সীমান্তের ওপার থেকে আসা একদল হাতির মধ্যে এক মা হাতির বাচ্চা প্রসবের খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখাগেছে, ঐ দিন ভোরে ভারত থেকে চলতি বোরো মৌসুমে বাংলাদেশ সীমান্তের ধানের জমিতে ধান খাইতে আসা হাতির দল বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার সময় বাংলাদেশের বিজয়পুর-ভারত সীমান্তে এক মা হাতি বাচ্চা প্রসব করে। খবর পেয়ে ভারতের বন রক্ষি বাহিনী ও বাগমারা ক্যাম্পের বিএসএফ, বাচ্চা সহ মা হাতিকে সীমান্তে ফিরিয়ে নিতে চেস্টা চালায়। এ খবর চারিদিকে ছরিয়ে পড়লে ভারত ও বাংলাদেশের হাজারো জনতা এক নজর হাতি ও তাঁর বাচ্চাকে দেখার জন্য সীমান্তে ভির জমায়। বিজয়পুর সীমান্তের কোম্পানী কমান্ডার মি. শাজাহান বলেন, বোরো মৌসুমে প্রায়ই ওপার থেকে হাতির দল আমাদের দেশে প্রবেশ করে। এ সময় আমরা সীমান্তে টহল জোরদার করি।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/নির্ঝর