ঢাকা, ০৬ এপ্রিল, এবিনিউজ : আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে, একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় জামালপুরের সরিষাবাড়ীতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় প্রশাসন সূত্র থেকে জানা যায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামে সালাম ব্যারিস্টার উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার বিকেল ৩টায় জনসভা আহ্বান করে ইউনিয়ন শ্রমিক দল। অপরদিকে ইউনিয়ন আওয়ামী লীগ একই সময়ে, একই জায়গায় পাল্টা সমাবেশ আহ্বান করে । পাল্টা-পাল্টি কর্মসূচির প্রস্তুতির সময় দুইপক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ফলে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ফিরোজ আল মামুন জানায় , দুই পক্ষের সংর্ঘষ এড়াতে ও শান্তি-শৃংখলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিএন/জসিম/নির্ঝর