নরসিংদী, ০৬ এপ্রিল, এবিনিউজ : নরসিংদীতে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদীর রায়পুরার চারারবাগ, সদর উপজেলার বাগহাটা ও মাধবদীতে এসব দুর্ঘটনা ঘটে।
এসব দুর্ঘটনায় নিহতরা হলেন- শিবপুরের ঘোড়ারগাও এলাকার সুলতান মিয়ার ছেলে ইয়ামীন (২৪), রায়পুরার মরজাল পশ্চিম পাড়ার মৃত. হাফিজ উদ্দিনের ছেলে ডালিম (১৬), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সোহাগ (১৭) ও আসাদ মিয়ার ছেলে রমজান (১৬), বিরামপুর গ্রামের আমিনুল ইসলাম (৩৫), তার স্ত্রী মানসুরা বেগম (২৫), মকবুল হোসেন (৪২), উত্তর বিরামপুরের রতন মিয়া (৪০). ময়মনসিংহের রিক্সা চালক নয়ন মিয়া (২৫)।
পুলিশ জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে ঢাকা থেকে অগ্রদুত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বি-বাড়িয়া যাচ্ছিল। গাড়িটি মাধবদী পল্লী বিদুৎ অফিসের সামনে এসে ব্রেক ফেল হয়ে যায়। পরে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কে থাকা একটি প্রাইভেট কারকে সজোড়ে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ছিটকে মহাসড়কে একটি রিক্সাকে ধাক্কা দেয়। এতে উত্তর বিরামপুর গ্রামের মদিনা থ্রি-পিসের মালিক মকবুল হোসেন (৪২), রিক্সা চালক নয়ন (২৫) ও পথচারী রতন মিয়া (৪০) নিহত হয়। সেসময় আরো একজন আহত হয়।
এসময় সড়কের উভয়পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহন সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
এর কিছুক্ষণ আগে সদর উপজেলার বাগহাটায় প্রাইভেট কারের ধাক্কায় সৌদি প্রবাসী আমিনুল ইসলাম ও তার স্ত্রী মানসুরা বেগম গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এদিকে আজ সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব থেকে ঢাকাগামী অনন্যা সুপার পরিবহনের একটি বাস রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের চারারবাগ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। মোটর সাইকেলটি বাসের নিচে চলে গেলে সেসময় মোটর সাইকেলে থাকা ৪ জন আরোহী ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন, শিবপুরের ঘোড়ারগাও এলাকার সুলতান মিয়ার ছেলে ইয়ামীন (২৪), রায়পুরার মরজাল পশ্চিম পাড়ার মৃত. হাফিজ উদ্দিনের ছেলে ডালিম (১৬), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সোহাগ (১৭) ও আসাদ মিয়ার ছেলে রমজান (১৬)।
এই ঘটনায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী গুরুতর আহত হয়। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৪ জনের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়। ঘাতক বাসটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর