
সিরাজগঞ্জ, ০৬ এপ্রিল, এবিনিউজ : খাদ্যবান্ধব কর্মসূচী চালু হওয়ায় সিরাজগঞ্জে চালের বাজার হৃাস পেয়েছে। এতে বিশেষ করে গরীব ও অসহায় পরিবারগুলো কিছুটা উপকৃত হচ্ছে।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষে খাদ্যবান্ধব কর্মসূচী চালু করেছে। এ কর্মসূচীর অংশ হিসেবে সরকারি বিধি মতে সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন গুলোর ১ লাখ ৪৮হাজার ১৮৭জন কার্ডধারির কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ২১৩ জন ডিলার ও খোলাবাজারে ৩০টাকা কেজির চাল বিক্রির জন্য ১৫জন ডিলার রিয়োগ করা হয়েছে। ৪মার্চ থেকে এই কর্মসূচী শুরু করা হয় এবং চলতি মাসের ৩০ এপ্রিল থেকে এ কর্মসূচী শেষ হবে।
কর্মসূচীর শুরু থেকে নিয়োজিত ডিলাররা উল্লেখিত মূল্রে চাল বিক্র করছে। সংশ্লিষ্ট প্রশাসনসহ খাদ্য বিভাগ এই কর্মসূচীর তদারকি করছেন। এদিকে জেলার ২/৪টি স্থানের ডিলার এ কর্মসূচীর চাল বিক্রি ক্ষেত্রে অনিয়ম দূর্ণিতির আশ্রয় নেয়ার অভিযোগ উঠলেও তারা দলীয় প্রভাবশাললী। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম থান বলেন, খাদ্য কান্ধব কর্মসূচী চালু থাকায় সিরাজগঞ্জের বিভিন্ন হাট-বাজারে চালের দাম কেজি প্রতি ৪/৫ টাকা কমে গেছে।
বর্তমানে বাজারে মোটা চাল গড়ে ৩৬/৩৮টাকা কেজি, মাঝারি চাল ৪৮/৪৯ টাকা কেজি বিক্রি হচ্ছে এবং চিকন চাল সাধারণ প্রতি কেজি ৫২/৫৩ টাকা ও আলিশান চাল বিক্রি হচ্ছে ৬৫/৭০ টাকা কেজি। যা ফেব্রুয়ারী মাসে এসব চাল প্রতি কেজিতে গড়ে ৪/৫টাকা বেশি। খাদ্যবান্ধ কর্মসূচীর নিয়োজিত ডিলারের বিরুদ্ধে অনিয়ম দূর্ণিতির অভিযোগ পাওয়া গেলে আইনহত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/এনকে