বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

হাতীবান্ধায় ট্রলির ধাক্কায় নিহত ১

হাতীবান্ধায় ট্রলির ধাক্কায় নিহত ১

হাতীবান্ধা (লালমনিরহাট),০৬ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রলির ধাক্কায় জয়নাল আবেদীন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ওই উপজেলার নওদাবাস ইউনিয়নের জোসনার বাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত জয়নাল আবেদীন গোতামারী এলাকার আলী শেখের পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন ওই এলাকা দিয়ে বাই-সাইকেলে যাচ্ছিল। এ সময় একটি ট্রলি তাকে ধাক্কা দিয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক জয়নাল আবেদীনকে মৃত্যু বলে ঘোষনা করেন।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত