শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বগুড়ার শেরপুরে শিক্ষার্থীর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে শিক্ষার্থীর আত্মহত্যা

শেরপুর (বগুড়া), ০৬ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার শেরপুরে গাড়িদহ গ্রামে আজ শুক্রবার বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শিক্ষার্থী সানজিদা সিলমন (১৬)। সে সার্জেন্ট কোবাদ মন্ডলের মেয়ে ও পল্লী উন্নয়ন ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজের ছাত্রী।

আজ শুক্রবার জুম্মার নামাজ পর বাড়িতে সানজিদা সিলমনের কোন সারা শব্দ না পেয়ে তার পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখে। পরে শেরপুর থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। সিলমনের পরিবারের লোকজন জানান, সে সারাদিন খুব আনমনা ছিল। তবে, বাড়ির কারো সাথে কোন ঝামেলা হয়নি। কেন যে মেয়েটা এমন করলো কেউ বুঝতে পারছি না।

এ ব্যাপারে শেরপুর থানার এসআই এবাদ আলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে আত্মহত্যার কারন জানা যায়নি। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত