![জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধু পরিষদের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/06/abnews-24.b_133975.jpg)
ফরিদপুর, ০৬ এপ্রিল, এবিনিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় ও ফরিদপুর জেলার নেতৃবৃন্দ। আজ শুক্রবার বিকেলে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের ফরিদপুরের নেতৃবৃন্দ গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলাউদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সুলতান আহমেদ, সোনালী ব্যাংক ফরিদপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ শামসুল হক, ডিজিএম (জিএম অফিস) মোঃ শহিদুল আলম, সোনালী ব্যাংক ফরিদপুর শাখার এজিএম মোঃ মাহাবুবুর রহমান, বিধান চন্দ্র, সিবিএ নেতা বক্তার হোসেন খান, আলতাফ হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ মোঃ ইকবাল, সাধারন সম্পাদক ফজলুল হক, মাহফুজুর রহমান মবিনসহ বৃহত্তর ফরিদপুরের নেতৃবৃন্দ।
এবিএন/কে.এম. রুবেল/জসিম/তোহা