শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সরকার সংখ্যালঘুদের কল্যাণে কাজ করে যাচ্ছে: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

সরকার সংখ্যালঘুদের কল্যাণে কাজ করে যাচ্ছে: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

সরকার সংখ্যালঘুদের কল্যাণে কাজ করে যাচ্ছে: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

কয়রা (খুলনা), ০৬ এপ্রিল, এবিনিউজ : মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র বলেন, সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকাতায় গোবিন্দ জিউ মন্দিরের দীর্ঘদিনের বেদখলীয় ২৬ একর সম্পত্তি বর্তমান সরকারের আমলে উদ্ধার করে সেখানে আজ মন্দির কমপ্লেক্স ও কমিউনিটি সেন্টার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।

তিনি আজ খুলনার কয়রা উপজেলায় শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দির কমপ্লেক্স ও কমিউনিটি সেন্টারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব বলেন।

তিনি আরো বলেন, এ মন্দিরের উন্নয়নে মন্ত্রী সর্বাত্মক সহযেগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান চলাকালে গোবিন্দ জিউ মন্দিরে প্রেরিত ভারতের হাই কমিশনার হর্যবর্ধন শ্রিংলার লিখিত একটি বার্তা পড়ে শোনান শিক্ষাবিদ ও ভারতীয় নাগরিক শ্রী মলয় চন্দ্র।

মন্দির কমিটির সভাপতি ইউপি মেম্বর হরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুজিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এড. শেখ মো. নুরুল হক, ভারতীয় হাই কমিশনের প্রথম রাজনৈতিক সচিব শ্রী রাজেশ উইকে, বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় ঘোষ, পূজা উদযাপন পরিষদের খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাস, সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ এনামুল হক, জেলা আওয়ামী নেতা শেখ মনিরুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান জিএম কবি শামছুর রহমান, জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নান্টু রায়, আনন্দমোহন বিশ্বাস, দিলীপ বৈরাগী।

উপস্থিত ছিলেন গোবিন্দ জিউ মন্দিরের সেবাইত গোষ্ট বিহারী রায়, পৃষ্টপোষক হরষিত সরকার, ডা. শ্যামাপদ রায়, সদস্য সুকুমার সরকার, প্রবীর রায়, প্রকাশ চন্দ্র, বাসুদেব মন্ডল, নিমাই চন্দ্র, বনমালী মন্ডল সহ বিপুল সংখ্যক হিন্দু সনাতন ধর্মালম্বী ভক্ত নারী পুরুষেরা।

এবিএন/শাহীন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত