![যশোরে প্রকাশ্যে চিকিৎসককে ছুরিকাঘাত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/06/churikaghat_133988.jpg)
যশোর, ০৬ এপ্রিল, এবিনিউজ : যশোরে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা ডা. নিলুফার ইসলাম এমিলিকে ছুরিকাঘাতে আহত করেছে। আজ শুক্রবার দুপুরে যশোর কেন্দ্রীয় কারাগার এলাকায় ঘটনাটি ঘটে।
এসময় দুর্বৃত্তরা তার গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে তিনি স্থানীয় একটি ক্লিনিক থেকে চিকিৎসা সেবা নেন।
ডা. এমিলি জানান, দুপুরে বাসা থেকে রিকশাযোগে তিনি ক্লিনিকে আসছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তার পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় তিনি বাঁধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে তার বাম হাত কেটে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ডা. এমিলি যশোর সদর হাসপাতালের প্রসূতি ও গাইনী বিভাগের আবাসিক সার্জন হিসেবে কর্মরত।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি