শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ভোলার লালমোহনে আগুনে পুড়ে ১৬ দোকান ছাই

ভোলার লালমোহনে আগুনে পুড়ে ১৬ দোকান ছাই

ভোলা, ০৬ এপ্রিল, এবিনিউজ : ভোলার লালমোহনের গজারিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শুক্রবার দুপুর প্রায় ২টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত। আগুনে তেলের দোকান, গার্মেন্টস, গ্যাসের দোকান, পার্টস এর দোকান, খাবার হোটেল ও মুদি দোকান পুড়ে যায়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, দুপুরের দিকে গজারিয়া বাজারের একটি দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চরফ্যাশন ও লালমোহনের দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষনে ১৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। আগুনে ৭০/৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্থ অনেক ব্যবসায়ী ঘুরে দাড়ানোর চিন্তায় হতাশা গ্রস্থ হয়ে পড়েছেন।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত