অভয়নগর (যশোর), ০৬ এপ্রিল, এবিনিউজ : বিষাক্ত মদ্যপানে শুক্রবার সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়নের যুবলীগ নেতা হোসেন আলী ফকিরর (৪০) মত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও মৃতের পরিবার থেকে জানা গেছে, গত বুধবার রাত ১১টার সময় হোসেন আলীর কিছু বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। গভরী রাতে তাকে মটর সাইকেলে করে বাড়িতে পৌছে দেয়া হয়। এ সময়ে সে নেশাগ্রস্ত ছিল। পরের দিন গতকাল বৃহস্পতিবার সে সারাদিন অসুস্থ অবস্থায় বিছানায় ছিল।
আজ শুক্রবার সকালে তাকে স্থানীয় একজন গ্রাম চিকিৎসকের কাছে নেওয়া হয়। তার অবস্থা আশংকাজনক দেখে চিকিৎসক তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সকাল ১০টার সময় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেন আলীর চাচাতো ভাই শাহাজান ফকির(৩৮) জানান, তার ভাই পূর্বে নেশা করতো। সামাজিক চাপে সে নেশা ছেড়ে দিয়েছিল। কিন্তু তার বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে গত বুধবার রাতে বিষাক্ত মদ পান করিয়ে মটর সাইকেলে করে বাড়ি পৌঁছে দিয়ে যায়। যার কারনে তার মৃত্যু হয়েছে।
অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল গনি মিয়া জানান, মদ পানে ইউপি সদস্য হোসেন আলীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। লাশ খলনা মেডিকেলে আছে। আমি খুলনার সোনাডাঙ্গা থানাকে লাশের ময়না তদন্তের জন্য বলেছি। ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মৃত হোসেন আলী শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের মৃত আবু তালেব ফকিরের ছেলে। হোসেন আলীর স্ত্রী ও দুইট শিশু পুত্র রয়েছে। তিনি কৃষি কাজ করতেন এবং শুভরাড়া ইউনিয়নের ৭নং ইছমিতি ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন।
এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি