![যশোরে গাছ থেকে পড়ে লাইনম্যান নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/06/nihoto_133996.jpg)
যশোর, ০৬ এপ্রিল, এবিনিউজ : যশোরে বটগাছ থেকে পড়ে জহুরুল উদ্দিন গাজী (৪৫) নামে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর (ওজোপাডিকো) এক লাইনম্যান নিহত হয়েছে।
আজ শুক্রবার সকালে শহরের ঢাকা রোড বাড়ান্দীপাড়া মোড়ে এ ঘটনা ঘটেছে।
নিহত লাইন ম্যান শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আমিন উদ্দিন গাজীর ছেলে। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মটবাড়িয়া গ্রামে। তিনি যশোর শহরের ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর লাইন ম্যানের কাজ করতো।
নিহতের ভাগ্নে আবু বক্কর সিদ্দিক জানা যায়, আজ শুক্রবার সকালে অফিসিয়াল কাজে শহরের ঢাকা রোড বাড়ান্দীপাড়া এলাকায় বটগাছের ডাল কাটতে যায়। বটগাছের ডাল কাটার জন্য মই লাগিয়ে বটগাছে উঠে ডালকাটার সময় পায়ের নিচে থেকে মই সরে পড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরী বিভাগের চিকিৎসক কাজল মল্লিক মৃত ঘোষণা করেন।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি