বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগামীকাল চট্টগ্রামে সম্মিলিত জোটের মহাসমাবেশ
প্রধান অতিথি এরশাদ

আগামীকাল চট্টগ্রামে সম্মিলিত জোটের মহাসমাবেশ

আগামীকাল চট্টগ্রামে সম্মিলিত জোটের মহাসমাবেশ

পটিয়া (চট্টগ্রাম), ০৬ এপ্রিল, এবিনিউজ : আগামীকাল শনিবার চট্টগ্রাম নগরীর লালদিঘি ময়দানে সম্মিলিত জাতীয় জোটের মহা সমাবেশ। এ মহাসমাবেশকে ঘিরে গত ১৫ দিন ধরে জাতীয় পার্টি ও বাংলাদশে ইসলামী ফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক জোটের নেতৃবৃন্দ মহাসমাবেশকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে।

চট্টগ্রামে জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়া উদ্দিন বাবলু এমপি, জাপার প্রেসিডিয়াম সদস্য বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নগর সভাপতি সোলায়মান আলম শেঠ, পটিয়ার সাবেক এমপি জাপার চেয়ারম্যানের শিল্প বিষয়ক উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, জাপার ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার সভাপতি সামশুল আলম মাষ্টার, নগর জাপার সাবেক সভাপতি মাহজাবিন মোরশেদ এমপি, যুগ্ম মহাসচিব দিদারুল কবির, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ এমপি, নগর সদস্য সচিব ইয়াকুব হোসেন ব্যাপক সাংগঠনিক তৎপরতা চালিয়েছে সমাবেশ সফল করার জন্য।

নগর জাপার সভাপতি সোলায়মান আলম শেঠ জানান, এ সমাবেশকে ঘিরে বৃহত্তর চট্টগ্রামে জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্টের নেতাকর্মীদের মাঝে উচ্ছাস বিরাজ করছে। আশা করি এ সমাবেশে ৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে।

আগামীকাল শনিবার দুপুর ২ টায় লালদিঘির ময়দানে জাতীয় পাটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ¦ হুসাইন মুহাম্মদ এরশাদ প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান। এ সমাবেশে জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্ট সহ ৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জাতীয় পার্টির মহা সচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা এম.এ মতিনও সমাবেশে উপস্থিত থেকে দলের নেতৃবৃন্দকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সম্মিলিত জাতীয় জোটের মহা সমাবেশ সফল করতে ইতিমধ্যে জাতীয় পার্টি উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম মহা নগর এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহা নগরের নেতৃবৃন্দ সফল করতে প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডে গণসংযোগ ও দলীয় নেতৃবৃন্দকে সংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আগামী জাতীয় নির্বাচনের পূর্বে এ মহাসমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। তাই মহাসমাবেশ সফল করতে দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি উপজেলা নেতৃবৃন্দ কাজ করছে।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত