![রাজীব আশঙ্কামুক্ত নয়, হেড ইনজুরি আছে: চিকিৎসক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/06/razib-hossein_134002.jpg)
ঢাকা, ০৬ এপ্রিল, এবিনিউজ : দুই বাসের চাপায় হাত হারানো রাজীব হোসেনের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়ে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শামসুজ্জামান শাহীন বলেছেন, ‘আজ রাজীব ভালোই আছে। মোটামুটি সন্তোষজনক। খুব ভালো- এটা বলা যাবে না। এখনও আশঙ্কামুক্ত নয়। কারণ, হেড ইনজুরি আছে। মাথার সামনের অংশ আঘাতপ্রাপ্ত। মাথার হাড়ে ফাটল আছে। সেইসঙ্গে হাতের সমস্যা তো আছেই।’
আজ শুক্রবার তিনি একথা বলেন।
ডা. শামসুজ্জামান শাহীন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ড্রেসিং করা হয়েছে। আগামীকাল আবার তার ড্রেসিং করা হবে। গতকালের চেয়ে আজকে একটু ভালো। এই কারণে বলবো যে সে খেতে চাইছে, কথা বলতে পারছে।’
রাজীবের মামা জাহিদুল ইসলাম বলেন, ‘ওর শারীরিক অবস্থার তেমন উন্নতি দেখছি না। বরং অবনতিই বলা যায়। ও কথা বলছে, কিন্তু ওর কথা আসলে স্বাভাবিক কথা না। ওর নিজের ব্রেনে কথা বলছে। ওর কোন সাধারণ জ্ঞানে কথা বলছে না। আমরা যে আত্মীয়রা আছি আমাদেরও চিনছে না। ওর আচরণ স্বাভাবিক না।’
উল্লেখ্য, গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের (২২) হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে ৪ এপ্রিল বিকালে উন্নত চিকিৎসার জন্য রাজীবকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
এবিএন/জনি/জসিম/জেডি