
বড়াইগ্রাম (নাটোর), ০৬ এপ্রিল, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রামে আজ শুক্রবার বিকেলে টেলিটক সিমের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করতে গিয়ে গ্রাহকের টাকা আত্নসাৎ ও প্রতারণার অভিযোগে মতিউর রহমান মিঠু (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। গ্রেফতার মতিউর রহমান মিঠু উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব বাজারের মিঠু ফার্মেসীর স্বত্বাধিকারীএবং তালশো গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। বিদ্যুৎ আদালত রাজশাহীর প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তফা কামাল ওই আদালত পরিচালনা করেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সমন্বয়কারী (ইসি) সাইফুল ইসলাম জানান, মতিউর রহমান মিঠু টেলিটক বাংলাদেশের সিমের মাধ্যমে দীর্ঘদিন থেকে স্থাণীয় গ্রাহকের বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। এসময় সে গ্রাহকের নিকট থেকে বিলের টাকা বুঝে নেয় কিন্তু তা সময়মত পরিশোধ করেনা। আবার প্রতিমাসেই কিছু গ্রাহকের বিল একেবারেই পরিশোধ না করে তা আত্নসাৎ করে। পরবর্তী মাসে পল্লী বিদ্যুতের লোকেরা ওই গ্রাহকের বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সত্যটা বেরিয়ে আসে। এভাবে বিভিন্ন গ্রাহক প্রতারিত হতে থাকায় তারা মৌখিক ভাবে বিষয়টি অফিসকে অবহিত করে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে বিদ্যুৎ আদালত রাজশাহীর প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তফা কামাল মিঠু ফার্মেসীতে অভিযান চালান।
এসময় স্থাণীয় গ্রাহকদের প্রত্যক্ষ স্বাক্ষীর ভিত্তিতে মতিউর রহমান মিঠুকে গ্রেফতার করা হয়। এসময় দীর্ঘদিন বিল বকেয়া থাকায় বাগডোব বাজারের বানিজ্যিক গ্রাহক খাদেমুল ইসলাম, আব্দুল শাহ ও জোনাইল বাজারের জাহিদুল ইসলামের নামে বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর জোনাল অফিসের ডিজিএম মহিতুল ইসলাম, লাইন ইনচার্জ হাসান আলী, বড়াইগ্রাম থানার এসআই রেজাউল ইসলাম প্রমূখ।
তিনি আরও জানান, গ্রেফতার মিঠুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আগামী ১৭ এপ্রিল তাকে রাজশাহী বিদ্যুৎ আদালতে হাজির করা হবে। সেখানেই তার বিষয়ে সিদ্ধান্ত হবে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম নিতাই কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ গ্রাহকদের সাথে প্রতারণার ফলে গ্রাহক ওই সকল সেন্টারের প্রতি আস্থা হারাবে। তিনি বলেন, ওই সকল রিটেইলারদের বিষয়ে অনুসন্ধান করে টেলিটকের সিদ্ধান্ত নেওয়া উচিৎ।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/তোহা