![বোয়ালখালীতে ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন খরণদ্বীপ খাজা গরীবে নেওয়াজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/06/football_abnews_134008.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম), ০৬ এপ্রিল, এবিনিউজ : খেলাধুলা যুবসমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখে। বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকতে খেলাধুলার বিকল্প নেই।
আজ শুক্রবার বিকেলে খরণদ্বীপ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বোয়ালখালীর জ্যৈষ্টপুরা যুব সংঘ আয়োজিত অলম্পিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে শ্রীপুর খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম এ কথা বলেন।
জ্যৈষ্টপুরা যুব সংঘের সভাপতি মোজাম্মেল হক বকুলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ইউনুচ আজম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক সেকান্দর আলম বাবর, মো. নাঈম উদ্দীন, মামুনুর রশীদ মামুন, মো. ওসমান গণি, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মো. এরশাদ সওদাগর, যুবলীগ নেতা মো. জানে আলম, মিন্টু দে, ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন, ইফতেহার হাসান সাকিব, জানে আলম, মো.জাবেদ, মো. জাহেদ, তারেক উদ্দীন, মো. দিদার ও মো. হাসান।
খেলায় আলোড়ন সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে খরণদ্বীপ খাজা গরীবে নেওয়াজ।
এবিএন/রাজু দে/জসিম/এমসি