নীলফামারী, ০৬ এপ্রিল, এবিনিউজ: নীলফামারীর ডোমারে জাকজমকপুর্ন পরিবেশেরে মধ্যদিয়ে ডোমার প্রিমিয়ার ক্রিকেট লীগ-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মাঠে ডোমার ক্রিকেট কাউন্সিল এই লীগের আয়োজন করে।
ডিসিসির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ময়নুল হক মনুর সভাপতিত্বে ক্রিকেটলীগের উদ্বোধন করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার মোছা. উম্মে ফাতিমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল ও সদস্য আইন বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটি এ্যাড. মনোয়ার হোসেন।
ডোমার থানা অফির্সাস ইন চার্জ মো. মোকছেদ আলী,জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজান, জেলা পরিষদের প্যানেল মেয়র মেহেরুন আক্তার পলিন, সাংবাদিক রওশন রশীদ ও মেহেদি হাসান মুক্তি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন। অতিথিবৃন্দ ক্রিকেটলীগের ৬টি দলের খেলোয়ারদের সাথে পরিচিত হয়ে ক্রিকেট লীগের সাফল্য কামনার মাধ্য দিয়ে উদ্বোধনী খেলা শুরু হয়।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা