বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছে শিশুসহ ১৭ নারী

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছে শিশুসহ ১৭ নারী

যশোর, ০৬ এপ্রিল, এবিনিউজ : দীর্ঘ দুই বছর ভারতে কারাভোগের পর আজ শুক্রবার সন্ধ্যায় শিশুসহ ১৭ নারীকে বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল পুলিশ। দেশে ফিরে আসা নারীরা যশোরের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে পাচার হয়ে যায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম জানান, দেশে ফিরে আসা নারীরা গত দু বছর আগে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে যশোর থেকে ভারতে যায়। ভারতের মুম্বাই শহরে যাওয়ার পর সেখানকার পুলিশ তাদেরকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। পরে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থা তাদেরকে জেল থেকে জামিনে মুক্ত করে নিজ হেফাজতে নিয়ে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখেন। দীর্ঘদিন দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির পর ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

আজ সন্ধ্যায় ভারতের পেট্রাপোল পুলিশ শিশুসহ ১৭ জন নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। দেশে ফিরে আসা নারীদের বাড়ি যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পোর্ট থানা থেকে এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত