![পাইকগাছায় রাষ্ট্রদ্রোহ মামলায় আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/06/atok-abn4_134017.jpg)
পাইকগাছা (খুলনা), ০৬ এপ্রিল, এবিনিউজ : খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে পাকিস্তানের আদলে তৈরীকৃত জাতীয় পতাকা উত্তোলনকারী শাহিনকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামের মো. রুহুল আমিন এর পুত্র আবু রাইহান শাহীন গত বছরের ১৬ ডিসেম্বর চৌমুহনী বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে পাকিস্তানি আদলে তৈরীকৃত চাঁদ-তাঁরা খচিত জাতীয় পতাকা উত্তোলন করে।
এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে থানার এস.আই মো. মোমিনুর রহমান বাদী হয়ে শাহিন এর বিরুদ্ধে ৪ মার্চ তারিখে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করেন।
থানার ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন জানান, অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী এলাকা থেকে শাহীনকে আটক করা হয়েছে।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি