বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাইকগাছায় কৃষি কলেজের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন

পাইকগাছায় কৃষি কলেজের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন

পাইকগাছায় কৃষি কলেজের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন

পাইকগাছা (খুলনা), ০৬ এপ্রিল, এবিনিউজ : দীর্ঘ প্রতিক্ষার পর শুক্রবার সকালে খুলনার পাইকগাছা কৃষি কলেজের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ¦ এ্যাড. শেখ মো. নুরুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিন, প্রভাষক ময়েজুর রহমান ময়েজ।

আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, বিজন বিহারী সরকার, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার ও আজহার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুনছুর আলী গাজী, এসএমএ মাজেদ ও কাজী আব্দুস সালাম বাচ্চু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শেখ তৈয়েব হোসেন নূর, উপজেলা পুলিশিং কমিটির সম্পাদক দাউদ শরীফ, হায়দার আলী মোল্লা, শেখ গোলাম রব্বানী, মোশাররফ হোসেন মোড়ল, যুবলীগনেতা শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, আজিবর রহমান, প্রণব কান্তি মন্ডল, জগদীশ চন্দ্র রায়, মিনারুল ইসলাম সানা, উত্তম ঘোষ, আব্দুল মজিদ বয়াতী, লুৎফর রহমান, আসিফ ইকবাল রনি, জাহিদুল আলম, ছাত্রলীগের উপজেলা সভাপতি এস,এম, মশিয়ার রহমান, রায়হান পারভেজ রনি।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও. আবু সাদেক।

উল্লেখ্য ২০০৯ সালের আইলা পরবর্তী ২০১০ সালের ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে কয়রার এক জনসভায় তৎকালীন সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানার দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাইকগাছা উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের ঘোষণা দেন।

এরপর ওই সময়ে দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ নজরুল ইসলাম খান ওই বছরের ২৯ জুলাই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ওই প্রকল্পটি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে লিখিত নির্দেশ পাঠান। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করে তা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। ২০১২ সালের ৭ নভেম্বর অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এই প্রকল্পটি অনুমোদন করা হয়। যা ২০১৩ সালের ১৩ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভা অনুমোদন করে।

প্রতিশ্রুতি বাস্তবায়নকৃত শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ও তৎকালীন স্থানীয় সংসদ সদস্য এড. সোহরাব আলী সানার ঐকান্তিক প্রচেষ্ঠায় পাইকগাছা উপজেলা সদরে শিববাড়ী ব্রীজের দক্ষিণ পাশে পাইকগাছা-কয়রা সড়ক-সংলগ্ন চকবগুড়া এলাকায় ২৫ একর জায়গা প্রকল্পের জন্য চুড়ান্ত করে শিক্ষা অধিদপ্তর জমি অধিগ্রহনের জন্য খুলনা জেলা প্রশাসককে নির্দেশনা দেন। জেলা প্রশাসক জমির ক্ষতিপুরণ বাবদ ২ কোটি ৬৩ লক্ষ টাকার চাহিদা পেশ করলে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর জেলা প্রশাসককে একটি একক চেকে তাহা পরিশোধ করলে জেলা প্রশাসক জমির মালিকদের ক্ষতিপুরণের টাকা কোনরূপ আপত্তি ছাড়াই পরিশোধ করেন। পরবর্তিতে মূল অবকাঠামোগত কাজ শুরুর আগেই ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের এক প্রতিবেদনের ভিত্তিতে বন্ধ হয়ে যায় প্রকল্পের সকল কার্যক্রম।

ফলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপনের কাজ স্থগিত হয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কলেজের কার্যক্রম স্থাগতি হলে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মো. নূরুল হক বিগত বছরের ২২ ফেব্রুয়ারি কয়েকটি স্থির চিত্রসহ প্রধানমন্ত্রী বরাবর ডিও লেটার দেন। একইভাবে উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান নির্ধারিত এলাকায় কলেজ স্থাপন করার উপযোগী উল্লেখ করে প্রতিবেদনও দাখিল করেন।

পরবর্তীতে এ্যাড. শেখ মো. নূরুল হক এমপির ঐকান্তিক প্রচেষ্ঠায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিকল্পনা কমিশনের সচিবকে কৃষি কলেজ স্থাপনে প্রয়োজনীয় অনুমোদনদানের পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয় এবং প্রকল্পটি পুনরায় একনেকের সভায় অনুমোদন হয় এবং প্রকল্পের অনুকুলে ২শ’ ৬২ কোটি টাকা বরাদ্দ হয়।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত