বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ফরিদপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

ফরিদপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

ফরিদপুর, ০৬ এপ্রিল, এবিনিউজ : ফরিদপুরে পদ্মা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হিরু শেখ (৪০)। তিনি সদর উপজেলার মুন্সীডাঙ্গী গ্রামের ইউসুফ শেখের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- শহরের হাবেলী গোপালপুরের বাসিন্দা গোবিন্দ কুমার ও ফকিরডাঙ্গী গ্রামের হাসেম শেখ।

আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে ওই তিনজন নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিল। এসময় নৌকার উপরেই বজ্রপাতের ঘটনা ঘটে। পরে আশপাশের অন্য নৌকার লোক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক হিরুকে মৃত ঘোষণা করেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত