![আশাশুনিতে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/06/ashasuni-map_134028.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ০৬ এপ্রিল, এবিনিউজ : আমাশুনিতে ২০১৭-১৮ মৌসুমে রাজস্ব খাতের আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আলহাজ¦ নুরুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, এসএপিপিও ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আউশ প্রদর্শণীর ১০ জন কৃষককে ব্রি-৪৮/ব্রি-৫৫/নেরিকা মিউটেন ধানের বীজ ৮ কেজি করে প্রদান করা হয়।
ফলোআপ কৃষক ৪৮ জনকে ব্রিধান ৪৮, ৫৫ জনকে ব্রিধান ৫৫ ও ১৫ জনকে নেরিকা মিউটেন ধানের বীজ প্রদান করা হয়।
এর আগে কর্মকর্তাবৃন্দ বিভিন্ন ব্লকে আইএমসি প্রকল্পের আওতায় আইএমসি কৃষক মাঠ স্কুল পরিদর্শন, ধানের পোকামাকড় ও রোগ বালাই এর অবস্থা সরেজমিন পরিদর্শন করেন। সাথে সাথে কৃষকদের সাথে মতবিনিময় করেন।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি