বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গ্রেফতার সাদিয়া আফরোজাকে বেরোবি থেকে বহিষ্কার

গ্রেফতার সাদিয়া আফরোজাকে বেরোবি থেকে বহিষ্কার

রংপুর, ০৬ এপ্রিল, এবিনিউজ : জঙ্গি কার্যক্রমের ঘটনায় গ্রেফতার সাদিয়া আফরোজাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহর নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সাদিয়া আফরোজ নীনা হাতীবান্ধার ধুবনী গ্রামের নূরুল ইসলামের মেয়ে। এর আগে গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে নীনাকে গ্রেফতার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নীনার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত