বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
চীনা হরফের বার্তা

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার হামলা

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার হামলা

ঢাকা, ০৬ এপ্রিল, এবিনিউজ : ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়য়ের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। সাইটটির হোম পেজে চীনা কিছু হরফের বার্তা দেখা যাচ্ছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের সমস্যা লক্ষ্য করা হয়েছে। এরপরই এটি মেরামতে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামান জানান, ওয়েবসাইটটি দ্রুত আবার চালু করা হবে।

এক টুইট বার্তায় তিনি বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করার পর পদক্ষেপ নেয়া হয়েছে। এটা দ্রুত আবার চালু করা হবে।’

ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করার জন্য সব পদক্ষেপ নেয়া হবে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।

ভারতের এনডিটিভি জানিয়েছে, দৃশ্যত চীনের হ্যাকাররা সাইটটি হ্যাক করেছেন। চীনা হরফের ঠিক নিচেই সাইটটিতে এরর মেসেজ (ভুল বার্তা) দেখাচ্ছে।

এনডিটিভির খবরে বলা হয়, ভারতের সব সরকারি ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে।

যেদিন ভারতের এয়ারফোর্স চীন ও পাকিস্তানের দ্বৈত হুমকিকে কেন্দ্র করে তাদের বৃহত্তম যুদ্ধের কৌশল শুরু করল, সেদিনই স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাইটটি হ্যাক করা হলো বলে উল্লেখ করেছে এনডিটিভি।

প্রযুক্তি বিশেষজ্ঞরা ভারতীয় ওয়েবসাইট মাঝেমধ্যেই হ্যাক হয়ে যাওয়ার জন্য ইন্টারনেটে যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করাকে দায়ী করেছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত