
ঢাকা, ০৭ এপ্রিল, এবিনিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে ভাঙার চেষ্টায় ব্যর্থ হয়ে সরকার এখন বিলুপ্ত করে দেয়ার চেষ্টা করছে। তবে এই অপচেষ্টাও সফল হবে না বলে জানান তিনি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রীর জেলে যাওয়ার পর আমাদের উপরের মহল নিয়ে একটা সন্দেহ ছিল, এদের এক রাখা যাবে কি না? কিন্তু, আল্লাহর রহমতে ওরা কিছুই করতে পারেনি। মামলা-মোকাদ্দমা যতই দেয়া হোক, কিছুই হবে না। ভাঙা তো দূরের কথা, ফাটলও ধরাতে পারবে না।’