
ফরিদপুর, ০৭ এপ্রিল, এবিনিউজ : “সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা : সবার জন্য সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্বস্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ওই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. শাহজাহান কবীর চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা,ডেপুটি সিভিল সার্জন মো. আফজাল হোসেন, ডা. আব্দুল জলিল, ডা. ঊষারঞ্জন চক্রবর্তী প্রমুখ।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি