![বদলগাছীতে রূপালী ব্যাংকের নতুন ভবনের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/bank_abnews_134079.jpg)
বদলগাছী (নওগাঁ), ০৭ এপ্রিল, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে রূপালী ব্যাংকের দক্ষিণ পার্শ্বের থেকে উত্তর পার্শ্বে নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রূপালী ব্যাংক, বদলগাছী শাখা ব্যবস্থাপক মো. মহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বদলগাছী রূপালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক মাহামুদুর রহমান, অজিত কুমার মন্ডল, সাবেক শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, মো. মিজানুর রহমান, বদলগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী এম জামান পিন্টু, উজ্জল হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাফিজার রহমান, সাংবাদিক আব্দুল কাদের প্রমুখ।
এর আগে নতুন ভবনের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন। শেষে এক দোয়া মোনাজাত করা হয়।
এসময় উক্ত ব্যাংকের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি