সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

খুলনা, ০৭ এপ্রিল, এবিনিউজ : খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নারায়ণ চন্দ্র মণ্ডল, আসাদুজ্জামান মোড়ল ও শাকিবুল ইসলাম।

স্থানীয়রা জানায়, দুপুরে সাতক্ষীরা থেকে আসা একটি বাস গুটুদিয়া ডুমুরিয়ার মাঝখানে একটি পাম্পের ১০০ গজ দূরে থেকে আসা মাহেদ্রকে ধাক্কা দেয়। পরে মাহেদ্র পাশের একটি ভ্যানের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা যাত্রী নারায়ণ ও ভ্যানচালক আসাদুজ্জামানের মৃত্যু হয় ও মাহেদ্রের ৩ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশু শাকিবুলের মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত