রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

ঝিনাইদহে জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন

ঝিনাইদহে জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন

ঝিনাইদহ, ০৭ এপ্রিল, এবিনিউজ : ‘চল সবাই সঞ্চয় করি, ডিজিটাল বাংলাদেশ গড়ার সহায়তা করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে শহরের এইচ এস এস সড়কের সঞ্চয় অফিস থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের প্রাক্তণ অধ্যাপক আবু বক্কর, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সুরুজ্জামান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, জেলা প্রধান ডাকঘরের পোষ্টমাষ্টার আব্দুল মান্নান।

এসময় বক্তারা সরকার পরিচালিত সঞ্চয়পত্রে বিনিয়োগ করার জন্য মধ্যবিত্ত ও নিম্নবিত্তসহ সকল পেশার মানুষকে আহ্বান জানান।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত