![মদনে এক পরীক্ষার্থী বহিষ্কার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/modon-map_134099.jpg)
মদন (নেত্রকোনা), ০৭ এপ্রিল, এবিনিউজ : চলতি এইচএসসি (বিএম) কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন টু পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে আজ শনিবার মদন সরকারি কলেজ কেন্দ্রে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সে মদন আদর্শ কারিগরি ও বানিজ্য কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার নাম ফারহানা রশিদ খান, রোল নং ৪২৪৫৭৭। বহিষ্কারের বিষয়টি কেন্দ্র সচিব ও অত্র কলেজ অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম গাজী নিশ্চিত করেছেন।
আজ শনিবার সকালে পরীক্ষা চলাকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসান হল পরিদর্শন কালে পরীক্ষা অসদুপায় অবলম্বনের দায়ে তাকে বহিষ্কার করেন।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/এমসি