![মতলবের ক্রীড়াঙ্গন: একাল-সেকাল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/chadpur_abnews24 copy_134105.jpg)
চাঁদপুর, ০৭ এপ্রিল, এবিনিউজ : চাঁদপুরের বৃহত্তর মতলব থানার ক্রীড়াঙ্গন এক সময় সরগরম ছিল। সেই আশির দশকে। সে সময় মতলবের ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ ছিলো প্রচুর।
এথলেটিক্স, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিতো মতলব। চাঁদপুর, কুিমল্লা চট্টগ্রামসহ জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় মতলবের অবস্থান ছিলো ভালো। সেই অবস্থা এখন আর নেই। আশির দশকের প্রথম দিকে মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর ছোটদের জন্য একটি ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। নাম ছিলো কিশোর ব্রাদার্স ক্লাব।
মোহাম্মদ আলী খোকন গঠন করেছিলেন আল-আমিন ক্রীড়াচক্র। আরো ছিল যুব একাডেমী, ইলেভেন স্টার। ওই সময়ে মতলবে আল রশিদ ক্লাব, মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র, খেলাঘর আসর, দি লায়নস ক্লাব, তিতারকান্দি সমাজকল্যাণ সংঘসহ আরো ক্লাব রয়েছে।
আশির দশকে মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয় এবং মতলব ডিগ্রি কলেজের ভলিবল টিম ছিলো যথেষ্ট ভালো।
সে সময়ের খেলোয়ারদের মনে পড়ে মিজানুর রহমান খান, আব্দুল কাউয়ুম খান, আশ্বিনপুরের জাহাঙ্গীর মিয়ার বর্শা নিক্ষেপ, আহসানুল করিম স্বপন, মরহুম আকতার সরকার, মরহুম মিয়া নাসির উদ্দিন, মরহুম হুমায়ন কবির প্রধান, জিহাদ চৌধুরী, খালেদ চৌধুরী, এখলাসপুরের সুফিয়ান, ফতেপুরের ভলিবল খেলোয়ার জহিরুল ইসলাম চৌধুরী এবং বিল্লাল চেয়ারম্যান ও গোলাম নবী বাদলের দৌড়সহ এসএম সেলিম, জহিরুল ইসলাম আলেক, কিশোর কুমার ঘোষ, ভবতোষ সাহা, দেওয়ান মো. সুরুজ মিয়া, মো. হাবিব খান, মহসিন পাটওয়ারী, হাফিজ খান শাহিন, সায়েদ আলী, বাদল নন্দী, জাকির হোসেন সাগর, মেজবা উদ্দিন মেজু, ফারুক পাটওয়ারী, সায়্যেদুল করিম শ্যামল, মুসলিম মিজি, মঞ্জিল মিজি, একেএম আজাদ, অরুন দাস, নিপু, কিংকন চক্রবর্তী, পরিতোষ সাহা, সুকুমার ঘোষ, আকতারুজ্জামান অপু, নাজমুল করিম চৌধুরী, দেবু সাহা, আকতার হোসেন লিটন, আহসান সায়িদ সাগর, চন্দন সাহা, পিতোষ সাহা, আব্দুল মান্নান, নুরুজ্জামান পিন্টু, আলাউদ্দিন, আব্দুল সওদাগর, জুলহাস সওদাগর।
এদিকে সে সময় ২০তম বাংলাদেশ গেমসে মেয়েদের হাই জাম্পে রেকর্ড গড়েছেন নূরজাহান ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিলেন ফাতেমা আক্তার নীলা ও তাঁর ছোট বোন। বর্তমান সময়ে ক্রীড়াঙ্গনকে ধরে রেখেছেন গোলাম কাদের মুকুল, হোসেন আহমেদ, সালাউদ্দিন, গৌতম, উজ্জ্বল, মোদাচ্ছের, পিন্টু সাহা, জামাল, বিশ্বজিৎ ঘোষসহ আরও অনেকের কথা। মতলবের ক্রীড়া অঙ্গনে যারা জাতীয় পর্যায়ে খেলাধুলায় অংশ নেন তাদের মধ্যে ব্রজ সাহা ও সোহেলের নাম উল্লেখ্য। মতলবের ক্রীড়াঙ্গনের মূলকেন্দ্র মতলব ক্রীড়া সংস্থা।
১৯৮৩ সালে প্রথম থানা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানকারী মোঃ জানিবুল হক, মতলব ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রূহুল আমীন খানের নেতৃত্বে মতলব কলেজের কমনরুমে প্রথম ক্রীড়া সংস্থার কমিটি গঠন করেন। এভাবে যাত্রা শুরু। তখন পদাধিকার বলে ইউএনও সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ রুহুল আমিন নির্বাচিত হন।
বর্তমানে মতলব উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক।
এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/এনকে