
বান্দরবান, ০৭ এপ্রিল, এবিনিউজ : আমরা কুঁড়ি জাতীয় শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিঠির উদ্যোগে বান্দরবান ও কক্সবাজারে ৩ দিন ব্যাপী শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি পার্বত্য এলাকার ঐতিহাসিক স্থান সমূহ গুরেদেখে বাস্তব জ্ঞান অর্জনের জন্য এই শিক্ষা সফর আয়োজন করা হয়েছে। বান্দরবানের নিলাচল পর্যটন কেন্দ্রে আমরা কুঁড়ি জাতীয় শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিঠির চেয়ারম্যান মোশতাক আহম্মেদ লিটন শিক্ষা সফরের কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আমরা কুঁড়ি কেন্দ্রীয় কমিঠির মহাসচিব ফেরদোস আরা বন্যা, যগ্ন সচিব সুজয় মন্ডল, সাংগঠনিক সম্পাদক তাছলিমা জাহান রিভা, শিক্ষা বিজ্ঞান ও পাঠাগার বিষয়ক সচিব রাফিয়া বিনতে ইসলাম রুহি, এবং আমরা কুঁড়ি জাতীয় শিশু কিশোর সংগঠন বান্দরবান জেলা শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সংগীত গুরু কালিপদ দে।
শিক্ষা সফরের বিষয়ে আমরা কুঁড়ির মহাসচিব ফেরদোস আরা বন্যা বলেন আমাদের বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে দেখার ইচ্ছে আছে এবং ভালোভাবেই এই ট্যুর সম্পন্ন করতে পারব বলে আমার বিশ্বাস। আমরা কুঁড়ির ক্ষুদে শিল্পি ও চ্যনেল আই ক্ষুদে গানরাজের প্রথম রানার্স আপ প্রিয়াংকা চৌধুরী নিলা বলেন, বান্দরবান ও কক্সবাজারের অনেক জায়গায় ঘুরে বেড়ানোর পাশাপাশি পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষা সংস্কৃতি সম্পর্কে বাস্তব জানার জন্যই বিশেষ করে আমরা পার্বত্য অঞ্চলে শিক্ষা সফরে এসেছি।
গতকাল শুক্রবার বিকালে আমরা কুঁড়ির শিক্ষার্থীরা বান্দরবান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন। এবং বান্দরবান কক্সবাজার মোট ৩দিনের সফর শেষ করে আগামী ৮ এপ্রিল ঢাকা ফিরে ফিরে যাওয়ার কথা রয়েছে।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/তোহা