শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

জগন্নাথপুর পৌরসভার সামনে সড়কের বেহাল অবস্থা

জগন্নাথপুর পৌরসভার সামনে সড়কের বেহাল অবস্থা

জগন্নাথপুর (সুনামগঞ্জ), ০৭ এপ্রিল, এবিনিউজ : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভার সামনের সড়কের নাজুক অবস্থার কারণে জন ভোগান্তি চরমে পৌঁছেছে।

এই সড়কটি জগন্নাথপুর বাজারে যাতায়াতের প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে এবং পায়ে হেঁটে হাজার হাজার ক্রেতা ও বিক্রেতা বাজারে যাতায়াত করে থাকে ।

সামান্য বৃষ্টি হলেই সড়ক দিয়ে চলা চল করতে পথচারী ও যানবাহন কে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।এরপরও বাধ্য হয়ে জীবনের ঝুকি নিয়ে যানবাহন এবং কাদা পানি মারিয়ে লোকজন চলাচল করছেন। জানাগেছে, এ সড়কের মালিকানা নিয়ে কয়েক বছর ধরে জগন্নাথপুর পৌরসভা ও সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের রশি টানা টানি কারনে সড়কের সংস্কার কাজ হচ্ছে না। ফলে সড়কটি ভাঙতে ভাঙতে বর্তমানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।

এ সড়কের বেহাল অবস্থা নিয়ে বারবার গণমাধ্যমের শিরোনাম হলেও সংশি¬ষ্ট কর্তৃপক্ষের নজরে আসছে না বরং প্রশাসনের নাকের ডগায় সড়কটির বেহাল অবস্থা দেখেও না দেখার ভান করে সংশি¬ষ্ট কর্তারা রহস্যজনক কারণে এড়িয়ে যাচ্ছেন এদিকে-গত কয়েক দিনের বৃষ্টিতে ভাঙাচোরা সড়কের গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এ সময় এই সড়ক দিয়ে যাতায়াত কারী পৌর শহরের বাসিন্ধা গৃহিনী আছমা রহমানসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন- পৌরসভার সামনের এ সড়কের করুণ দশাটি কেন কারো নজরে আসছে না, আমরা বুঝতে পারছি না।

এ সামান্য সড়কের কারণে আমাদের ভোগান্তির শেষ নেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব এ সড়কের সংস্কার কাজ করতে তারা সংশি¬ষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এ ব্যাপারে জানাতে বারবার চেষ্টা করেও সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিএন/রিয়াজ রহমান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত