![আদমদীঘির বিদ্যাবিথী মডেল স্কুলে নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/abnews24.bbbbbb_134115.jpg)
আদমদীঘি (বগুড়া), ০৭ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার আদমদীঘি সদরে বিদ্যা বিথী মডেল স্কুলের পরিচালক বুলবুল ফারুক বিভিন্ন ধরনের অনিয়ম ও সরকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকায় আজ শনিবার তাকে অব্যাহতি দিয়ে একই সাথে সুমিনুল ইসলাম সুমন কে পরিচালকের দায়িত্ব ভার প্রদান করেন ।
জানা গেছে, আদমদীঘি উপজেলার সদরে বিদ্যাবিথী মডেল স্কুলটি তালসন গ্রামের মৃত খতিজ উদ্দিন সরকারের ছেলে আব্দুস সাত্তার সরকার নিজেই ২০০১ সাল হতে নিজস্ব অর্থায়নে স্কুলটি প্রতিষ্ঠা করে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্তক্রমে একটি হলফনামা তৈরি করে সেই মোতাবেক পরিচালকের দায়িত্ব দেন বুলবুল ফারুককে। কিন্তু বিভিন্ন ধরনের অনিয়ম ও সরকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকা সহ বিভিন্ন মিথ্যা মামলা মোকর্দ্দমা করে স্কুলের সুমান নষ্ট করে আসছে।
সেই কারণে অত্র স্কুল কর্তৃপক্ষ শনিবার তাকে অব্যাহতি প্রদান করে এবং নতুন পরিচালক হিসাবে আদমদীঘি বাজারের মৃত ছহির উদ্দিনের ছেলে সুমিনুল ইসলাম সুমনকে নিয়োগ দিয়ে দায়িত্ব ভার প্রদান করা হয়। এসময় স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ গন্যমান্য বাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/তোহা