![বঙ্গবন্ধু ইসলামের জন্য নিবেদিত ছিলেন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/ppolpk_abnews_24_134116.jpg)
সিংড়া (নাটোর), ০৭ এপ্রিল, এবিনিউজ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আওয়ামী লীগ আমলে কারো মাথার টুপি খুলতে হয়নি, কোন মসজিদে আযান বন্ধ হয়নি। নির্বাচন এলে মিথ্যা অপপ্্রচার দেয়া হয়।
কিন্তু বর্তমান সরকারের সময় সবচেয়ে বেশি ইসলাম নিরাপদ। কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন। এদেশ সিরিয়া, আফগানিস্তান কিংবা ইরাক হতে দেয়া যাবে না। এজন্য সবাইকে সোচ্চার হতে হবে। সরকার জঙ্গীবাদ নির্মূল করতে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ইসলামের জন্য নিবেদিত ছিলেন। তিনি ইসলামীক ফাউন্ডেশন প্রতিষ্টা করেন, তাবলীগ জামায়াতের জন্য টঙ্গিতে জায়গা বরাদ্দ দেন, মারকাজ প্রতিষ্ঠা করেন।
প্রতিমন্ত্রী আজ শনিবার দুপুরে চলনবিল আন্ত. হামদ, নাত, কেরাত,আযানও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রধান অতিথী হিসেবে পুরস্কার বিতরন করেন।
সিংড়া দমদমা আল জামেয়াতুল কোরআনিয়া মাদ্্রাসার মুহতামিম হুসাইন আহমেদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও, রুহুল আমিন, মাও. আব্দুস শাকুর, মাও. ইদ্রীস আলী, মাও. আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রতিযোগিতায় মোট ৫ টি বিভাগে ৮৬ টি হাফেজিয়া ও কওমী মাদ্রাসার দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন। ৫ টি বিভাগের ১৫ জন কে ক্রেস্ট,সনদ ও নগদ টাকা প্রদান করা হয় এবং ১৯৬ জনকে সনদ ও বই দেয়া হয়।
এবিএন/রাকিবুল ইসলাম/জসিম/এনকে