![আদমদীঘিতে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর টাকা ছিনতাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/abnews24.bbbbbbb_134117.jpg)
আদমদীঘি (বগুড়া), ০৭ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের গরু ব্যবসায়ীকে পথ রোধ করে এলোপাথারি ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছুরিকাহত গরু ব্যবসায়ী এমদাদুল হক প্রাং কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের সিংগাহার গ্রামের রিয়াজ প্রামানিকের ছেলে গরু ব্যবসায়ী এমদাদুল হক প্রাং (৪০) গতকাল শুক্রবার নন্দীগ্রামের উমিরপুর হাটে গরু বিক্রি করে বাড়ী ফিরার পথে মোহাম্মদ আলীর দোকানের সামনে পৌছলে রাত আনুমানিক ৮টার দিকে দৃবৃত্তরা পথ রোধ করে হত্যান উদ্যেশে এলোপাথারি ছরিকাঘাত করে তার কাছে থাকা প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় গরু ব্যবসায়ী এমদাদুল হকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়। এরপর তার অবস্থা বেগতিক হওয়ায় ওই রাতেই তাকে বগুড়া শজিমেকে ভর্তি করা হয়। এ বিষয়ে চাঁপাপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. সামছুল হক সামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার কথা নিশ্চিত করেন। এব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে আহতের ভাই সিদ্দক জানায়।
এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/তোহা