![পিকআপ চালক কল্যাণ সমিতির ‘গাইবান্ধা অফিস’ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/abnews24.bbbbbbbb_134118.jpg)
গাইবান্ধা, ০৭ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধা পিকআপ চালক কল্যাণ সমিতির ‘গাইবান্ধা অফিস’ শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আজ শনিবার শুভ উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম সাদিকুর রহমান।
গাইবান্ধা পিকআপ চালক কল্যাণ সমিতির সভাপতি রেজাউল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাড. গৌতম কুমার চক্রবর্ত্তী বিশু, বিশিষ্ট ব্যবসায়ি ঠিকাদার খান মো. সাঈদ হোসেন জসিম, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, গাইবান্ধা পিকআপ চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,
প্রচার সম্পাদক ফেরদৌস ইসলাম দীপু, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি জাহিদ হাসান বিপ্লব, মাহাতাব মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি ময়নুল হক বিএ।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা