বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কয়রায় এইচএসসি পরীক্ষা শেষে ছাত্রের কাছে শিক্ষক লাঞ্চিত

কয়রায় এইচএসসি পরীক্ষা শেষে ছাত্রের কাছে শিক্ষক লাঞ্চিত

কয়রায় এইচএসসি পরীক্ষা শেষে ছাত্রের কাছে শিক্ষক লাঞ্চিত

কয়রা (খুলনা), ০৭ এপ্রিল, এবিনিউজ : উপজেলার জায়গীরমহল তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ভেন্যু কেন্দ্রে আজ শনিবার এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে রাস্তার ওপর পরীক্ষায় দায়িত্ব পালনরত কয়রা সরকারি মহিলা কলেজের শিক্ষক অরুন কুমার মল্লিকে মারধর করেছে স্থানীয় আলিফ নামের এক পরীক্ষার্থী।

সে আমাদি গ্রামের রমজান সরদারের পুত্র। জানা গেছে, পরীক্ষায় নকল করতে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ঐ পরীক্ষার্থী শিক্ষকের ওপর চড়াও হয়ে এ ঘটনা ঘটিয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. অধ্যক্ষ চয়ন কুমার রায় ঘটনার সত্যতা স্কীকার করে বলেন, শিক্ষক লাঞ্চিত হওয়ার বিষয়টি তাৎক্ষনিক প্রশাসনকে জানানোর পর পুলিশ অভিযুক্ত ছাত্র আলিফকে ধরতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সে গা ঢাকা দেয়। এ সময় পুলিশ আলিফের পিতা রমজান সরদারকে আটক করে নিয়ে যায়। শিক্ষক লাঞ্চিত হওয়ায় এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এবিএন/শহীদুল্লাহ শাহীন/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত