![মেলান্দহে মাদ্রাসার ভিত্তি স্থাপন করলেন মির্জা আজম এম.পি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/jamalpur_abnews24 copy_134122.jpg)
জামালপুর, ০৭ এপ্রিল, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে ৬এপ্রিল শুক্রবার মহিরামকুল গ্রামের নবভবন নির্মাণের ভিত্তি স্থাপন করেন, বস্ত্র ও পাট পতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এম পি। উক্ত নবভবন পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি।
সভাপতি আবুল কালাম আজাদ ও সম্পাদক খলিলুর রহমান, উপজেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম, ৭নং চরবানিপাকুরিয়া চেয়ারম্যান শাহাদত হোসেন ভুট্টো প্রমুখ।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা