বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • বাস্কেটবলেও চ্যাম্পিয়ন ইবি: জঙ্গিবাদের বিরুদ্ধে শিরোপা উৎসর্গ

বাস্কেটবলেও চ্যাম্পিয়ন ইবি: জঙ্গিবাদের বিরুদ্ধে শিরোপা উৎসর্গ

বাস্কেটবলেও চ্যাম্পিয়ন ইবি: জঙ্গিবাদের বিরুদ্ধে শিরোপা উৎসর্গ

ইবি (কুষ্টিয়া), ০৭ এপ্রিল, এবিনিউজ : ফুটবলের পর এবার আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এতে ফাইনালে শক্তিশালী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৮৭-৬৯ পয়েন্টের ব্যবধানে হারায় তারা। বিজয়য়ের ফলে শিরোপা ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদে’র বিরুদ্ধে উৎসর্গ করেছে ইবি দল।

আজ শনিবার বেলা ১১টায় ক্যাম্পাস্থ জিমনেসিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই উৎসর্গের ঘোষণা দেন ইবি উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী। তিনি বলেন, ‘আমরা জানি খেলাধুলা ও সংস্কৃতিচর্চা মানুষকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখে। তাই আজকের এই জয় আমরা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে উৎসর্গ করলাম।’

কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহ্ববায়ক অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ইবি বাস্কেটবল দলের ম্যানেজার অধ্যাপক ড. আতিকুর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক প্রমূখ।

শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, গত ৪এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের পৃষ্টপোষকতায় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্ত:বিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৮ শুরু হয়। এতে বাংলাদেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, রানার্স আপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত