বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজৈরে শ্বশুর বাড়ীতে জামাই খুন: স্ত্রীর পরিবারের দাবি আত্মহত্যা

রাজৈরে শ্বশুর বাড়ীতে জামাই খুন: স্ত্রীর পরিবারের দাবি আত্মহত্যা

রাজৈরে শ্বশুর বাড়ীতে জামাই খুন: স্ত্রীর পরিবারের দাবি আত্মহত্যা

মাদারীপুর, ০৭ এপ্রিল, এবিনিউজ : মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কোদালিয়া বাজিতপুর এলাকায় শ্বশুরবাড়ীতে বেড়াতে গিয়ে খুন হলেন পাশের গ্রামের রানা মৃর্ধা(২৬) নামে এক যুবক। পুলিশ ঘটনাস্থল থেকে আজ শনিবার সকালে গলায় গামছা পেচানো অবস্থায় নিহত ঐ যুবককে উদ্ধার করেছে। রানার পরিবারের অভিযোগ রানাকে তার শ্বশুর বাড়ীর লোকজন শারিরিক ও শ্বাসরোধ করে হত্যা করেছে, এখন আত্মহত্যার কথা বলা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর কোদালিয়া বাজিতপুর গ্রামের আক্কাস মৃর্ধার ছেলে রানার সাথে পাশাপাশি সাতারিয়া গ্রামের জাহাঙ্গির খন্দকারের মেয়ে মাফুজা খন্দকার পিপাসার সাথে পারিবারিক ভাবে গত দুই বছর আগে বিয়ে সম্পুর্ন হয়। তবে মেয়ের মা বিয়ের পরও ছেলেটিকে মেনে নিতে পারেনী। তাদের সংসারে বর্তমানে একটি ফুটফুটে একবছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। পিপাসা বর্তমানে অর্নাসে পড়ছে আর ছেলের তেমন কোন পড়াশুনা নেই। পারিবারিক কোলাহ লেগেই থাকতো।

গতকাল রাতে রানা শ্বশুরবাড়ী বেড়াতে যায় শনিবার সকালে শশুড়বাড়ীর লোকজন ফোন দিয়ে রানার পরিবারকে জানায় আাপনার ছেলে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে। পরে রানার পরিবারের লোকজন ও পুলিশ গিয়ে রানার লাশটি উদ্ধার করে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রানাকে শারিরিক অত্যাচার বা শ্বাসরোধ করায় সে মারা যেতে পারে। এরপর তাকে গলায় গামছা পেচিয়ে রাখা হয়েছে।

রানার মামি সুমা বলেন, আমার ভাগ্নাকে গলায় গামছা পেছানো অবস্থায় নিচে পেয়েছি। তাকে হত্যা করেছে। রানার শশুড়বাড়ীর লোকজন। এখন বাচার জন্য আত্মহত্যা করার কথা বলেছে। আমি এর সঠিক বিচার চাই।

রাজৈর থানার ওসি অপারেশন ইমতিয়াজ আহমেদ জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট আসার পর আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত