![বিজয়নগরে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে আগুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/abnews24.bbbbbbbbbbbbbbbbbb_134148.jpg)
ব্রাহ্মণবাড়িয়া, ০৭ এপ্রিল, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ভারতীয় সীমান্তবর্তী এলাকার কামালমুড়া গ্রামে মো. জাহের মিয়ার বসত বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক রাত ৮টার সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ মো: জাহের মিয়ার ছেলে মো: বকুল মিয়া প্রতিবেদককে মুঠোফোন জানান, পূর্বত্রুতার জের ধরে আমাদের প¦র্শবর্তী বাড়ির লোকজন প্রতিহিংসার কারণে আমাদের বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। এতে করে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে বকুল জানিয়েছেন।
শুক্রবার রাত ৮টা দিকে একই এলাকার মো: কাছন মিয়ার ছেলে এবাদত মিয়া আমাদের পূর্বভিটে একটি মাটির ঘরে লাকড়ী ও পাতা রাখা ছিল ঐ ঘরে পেট্রোল ঢেলে আগুন দেই এবাদত মিয়া। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় আমার ভাই বৌ পাপিয়া তাকে দেখতে পায়। এব্যাপারে বিজয়নগর থানায় আমরা অভিযোগ দেওয়ার জন্য পুস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচাজর্ (ওসি) মো. আলী আর্শাদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা রাতে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনার স্থল পরিদর্শ করেছেন। আমরা শুনেছি তবে এখনো কোন অভিযোগ পায়নি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএন/এস.এম টিপু চৌধুরী/জসিম/তোহা